সততার এক অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লার অটোরিকশাচালক অনিক। যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকার ব্যাগ পেয়েও সামান্যতম লোভ করেননি তিনি। বরং নিজে উদ্যোগী হয়ে খুঁজে বের করে মালিকের হাতে তুলে দিয়েছেন সেই বিপুল অর্থ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ই জুলাই) সকালে কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায়। অটোরিকশাচালক অনিক নগরীর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা। তার বাবাও একই পেশায় নিযুক্ত।
জানা যায়, বৃহস্পতিবার সকালে অনিকের অটোরিকশায় ওঠেন মরন নামের এক স্বর্ণ ব্যবসায়ী। তিনি তার মেয়েকে নগরীর বজ্রপুর এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে নামিয়ে দিতে এসেছিলেন। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি তাড়াহুড়োয় রাস্তায় ফিরে এলেও নিজের অটোরিকশাটি আর খুঁজে পাননি, ততক্ষণে অনিক সেখান থেকে অন্য গন্তব্যে চলে গেছেন।
এদিকে, যাত্রী মরনকে নামিয়ে দিয়ে অনিক নগরীর রাজগঞ্জ এলাকায় একটি দোকানে চা পানের জন্য বসেন। হঠাৎ তার চোখ যায় গাড়ির পেছনের সিটে পড়ে থাকা নীল রঙের একটি পলিথিন ব্যাগের দিকে। কৌতূহলী হয়ে ব্যাগটি হাতে নিতেই তিনি দেখেন, ভেতরে আরেকটি কালো পলিথিনে মোড়ানো ভারী একটি বস্তু। সেটি খুলতেই তার চোখ ছানাবড়া! ভেতরে থরে থরে সাজানো টাকার বান্ডিল— গুণে দেখেন পুরো ১৫ লাখ টাকা। জীবনে একসাথে এত টাকা না দেখা অনিক প্রচণ্ড অস্বস্তিতে ভুগতে শুরু করেন।
প্রথমে কী করবেন ভেবে না পেয়ে তিনি পাশে থাকা আরেক অটোরিকশাচালককে ঘটনাটি খুলে বলেন। সেই চালক তাকে টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দেওয়ার পরামর্শ দেন। এরপর অনিক তার বাবাকে ফোন করে সব খুলে বললে বাবাও তাকে সৎ পথে থাকার পরামর্শ দিয়ে বলেন, "হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়।"
বাবার কথায় শক্তি পেয়ে অনিক আর এক মুহূর্ত দেরি করেননি। তিনি দ্রুত অটোরিকশা নিয়ে ছুটে যান বজ্রপুরের সেই স্কুলের সামনে। কিন্তু সেখানে গিয়ে টাকার মালিককে খুঁজে পাননি। কয়েকবার আসা-যাওয়ার পর অবশেষে তিনি মরনের দেখা পান এবং তার হাতে টাকার ব্যাগটি তুলে দেন।
টাকার প্রকৃত মালিক স্বর্ণ ব্যবসায়ী মরন বলেন, "সকালে বাসা থেকে টাকাগুলো নিয়ে বের হয়েছিলাম মেয়ের স্কুল শেষ করে দোকানে যাওয়ার জন্য। কিন্তু ভুল করে টাকার ব্যাগটি অটোরিকশাতে ফেলেই চলে যাই। অটোরিকশাটি খুঁজে না পেয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম।" হারানো টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত মরন আরও বলেন, "এই চালকের সততায় আমি মুগ্ধ। তার জন্য আমার মন থেকে আশীর্বাদ রইল।"
ডিবিসি/এমএআর