বাংলাদেশ, রাজনীতি

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে এসএসএফ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার।

এই ঘোষণার ফলে এখন থেকে তিনি রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন।

 

সোমবার (১লা ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার 'বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১'-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে বেগম খালেদা জিয়াকে এই মর্যাদা প্রদান করেছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

শারীরিক অবস্থা ও হাসপাতালে ভর্তি রাষ্ট্রীয় এই সম্মান ও নিরাপত্তা বৃদ্ধির ঘোষণার মধ্যেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

গত রবিবার হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপি দলীয় সূত্রে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা 'খুবই ক্রিটিক্যাল' পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার রাতেও তার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন দলের নেতারা।

 

চিকিৎসা ও দীর্ঘমেয়াদী জটিলতা বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ একাধিক গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন