অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতিদিন ২৮ জন শিশুর মৃত্যু হচ্ছে, যা একটি পুরো ক্লাসরুমের সমান।
বুধবার (১৬ই জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভয়াবহ এবং মর্মান্তিক তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে বলেন, গাজার দশ লাখ শিশুর প্রত্যেকেই অবর্ণনীয় কষ্টের শিকার হয়েছে এবং এই যুদ্ধের প্রভাব তাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে।
তিনি বলেন, "গত ২১ মাসের যুদ্ধে গাজায় ১৭,০০০-এর বেশি শিশু নিহত এবং ৩৩,০০০ শিশু আহত হয়েছে বলে জানা গেছে। গড়ে প্রতিদিন ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যা একটি সম্পূর্ণ ক্লাসরুমের সমান।"
রাসেল বলেন, "এক মুহূর্তের জন্য ভাবুন: প্রায় দুই বছর ধরে প্রতিদিন একটি পুরো ক্লাসরুমের শিশুদের হত্যা করা হচ্ছে। এই শিশুরা কোনো যোদ্ধা নয় – জীবনরক্ষাকারী খাবার ও ওষুধের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় তাদের হত্যা ও পঙ্গু করা হচ্ছে।"
তথ্যসূত্র ইউরোনিউজ।
ডিবিসি/এমইউএ