জেলার উত্তপ্ত পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ই জুলাই) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংসতা, প্রাণহানি এবং তার জেরে জেলাব্যাপী কারফিউ জারির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলিতে আজকের পরীক্ষা স্থগিত থাকবে। দেশের অন্যান্য সকল জেলায় পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ডের সময়সূচি অনুযায়ী, আজ সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেলের পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শুধু সাধারণ শিক্ষা বোর্ডই নয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জে আজকের নির্ধারিত সকল পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির একটি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একাধিক প্রাণহানিসহ বহু মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা এড়াতে স্থানীয় প্রশাসন বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করে।
এই কারফিউ বলবৎ থাকাকালীন সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরই প্রেক্ষিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
ডিবিসি/আরএসএল