বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চোরের আঘাতে প্রাণ গেল গাছের মালিকের। নিজের গাছের ডাব চুরি করতে দেখে চোরদের বাধা দিতে গেলে তাদের মারধরের শিকার হয়ে মোয়াজ্জেম শিকদার (৬০) নামের ওই গাছের মালিকের মৃত্যু হয়।

সোমবার (৮ই ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত দুই ডাব চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিকনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামে দুই যুবক ডাব চুরি করতে যায়। গাছের মালিক মোয়াজ্জেম শিকদার বিষয়টি দেখতে পেয়ে চোরদের ধরে ফেলেন। এসময় চোরেরা নিজেদের ছাড়িয়ে নিতে গিয়ে মোয়াজ্জেম শিকদারকে কিল-ঘুষি মারে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন।

 

এরপর বাড়ির লোকজন দ্রুত তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত দুই ডাব চোর বর্তমানে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশের হেফাজতে রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন