চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে চরম ঝুঁকির মধ্যে চলছে পাঠদান কার্যক্রম।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও এর ভৌত অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। জরাজীর্ণ মূল ভবন, টিনের চালের বড় বড় ছিদ্র এবং ভাঙা বাঁশের বেড়ার মধ্যেই ক্লাস করছে তিন শতাধিক শিক্ষার্থী।
নির্মাণের মাত্র ১৭ বছরের মধ্যেই প্রধান ভবনটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষকদের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গ্রুপ করে ক্লাস নিতে হচ্ছে। ঝড়-বৃষ্টি ও শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাস করতে বাধ্য হচ্ছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এলাকাবাসী ও জেলা পরিষদের সহায়তায় একটি ছোট সেমিপাকা ভবন নির্মিত হলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য।
বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ এসফাকুর রহমান জানান, অবকাঠামোর অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংস্কার কাজের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।
ডিবিসি/এএমটি