খেলাধুলা, ক্রিকেট

চট্টগ্রামে স্বপ্ন ছোঁয়ার মিশনে টাইগাররা

Happy Mahmud

ডিবিসি নিউজ

শনিবার ১০ই ডিসেম্বর ২০২২ ১২:১৭:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাত বছর পর ভারতের বিপক্ষে আরও একবার সুযোগ এসেছে হোয়াইটওয়াশ উপহার দেওয়ার। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ জিতলেই অধরা সেই লক্ষ্য ছোঁয়া হবে লাল-সবুজ জার্সিধারীদের।

এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার মাহেন্দ্র সিং ধোনীর দলের বিপক্ষে মিরপুরে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। পরে একই ভেন্যুতে শেষ ম্যাচটিতে ৭৭ রানে হারে স্বাগতিকরা। এই হারে ভারতকে হোয়াইটওয়াশ করার সবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। 

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে ভারতকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার পরও মিরাজ বীরত্বে দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে ভরেছে বাংলাদেশ। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে ব্যর্থ ব্যাটারদের জন্য দারুণ সুযোগ ছন্দে ফেরার। পাশাপাশি ভারতীয় লম্বা ব্যাটিং লাইনআপও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমন কন্ডিশনে।

ফলে শনিবারের ম্যাচটি জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দুপুর ১২টায় জহুর আহমেদ স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ব্যাটিংবান্ধব উইকেটে ভারতীয় ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও জহুর আহমেদের পয়মন্ত ভেন্যুর পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলে। এই মাঠে ২৩টি ম্যাচের ফল হয়েছে। যার মধ্যে ১৫ ম্যাচ জিতেছে বাংলাদেশ, বাকি ৮টিতে জিতেছে প্রতিপক্ষ।

অবশ্য চলতি বছর ফেব্রুয়ারিতে এই মাঠে আফগানিস্তানের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতিও আছে স্বাগতিক বাংলাদেশের। আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জিতলেও শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।

৮ মাস আগের পুরনো সেই ম্যাচের কথা স্মরণ রেখেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। তাহলেই ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ দিতে পারবে বাংলাদেশ। পাশাপাশি ১৭তম হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ মেলাতে পারবে স্বাগতিকরা।

আরও পড়ুন