বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল আদায়ে আইনি বাধা নেই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উচ্চ আদালতের স্থগিতাদেশ তুলে নেয়ায় চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে মাশুল আদায়ে আর কোনো বাধা রইল না।

সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুলের ওপর থেকে আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। এর পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে বর্ধিত হারে মাশুল আদায়ের নির্দেশনা জারি করা হয়।

 

এর আগে, গত ১৪ই সেপ্টেম্বর রাতে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখেই বন্দরের বিভিন্ন সেবা খাতে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরদিন থেকে কার্যকর হয়েছিল। নতুন এই মাশুল হারের বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তবে আদালতের সর্বশেষ নির্দেশনার ফলে এখন থেকে বর্ধিত মাশুলই কার্যকর থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন