বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১২ই নভেম্বর ২০২৫ ০১:৩৮:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে। তিনি পেশায় একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং উপজেলাজুড়ে বিভিন্ন দোকানে 'বেঙ্গল কোম্পানি'র চা পাতা সরবরাহ করতেন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন প্রতিদিনের মতোই কাজ শেষে চা বিক্রির সংগৃহীত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রুস্তমপুর সমিতির পোল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং তার সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

এসময় রুহুল আমিন সাহসিকতার সাথে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন এবং 'ডাকাত, ডাকাত' বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশেপাশের দুই-একজন লোক এগিয়ে আসতে শুরু করলে, পালানোর সুবিধার্থে ডাকাত দলের সদস্যরা রুহুল আমিনকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

এদিকে, এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন