বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় পেয়ারা খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষককে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে পেয়ারা খাওয়া ও গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সোহেল (২৫) নামের এক তরুণ কৃষককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

 

নিহতের বাবা আসাবুল হকের অভিযোগ, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার জেরে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ফারুক তখন সোহেলকে হত্যার হুমকি দিয়েছিলেন। বাবার দাবি, সেই শত্রুতার জের ধরেই ফারুক তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাটিকে একটি নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন