রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের বড় ক্লাবগুলো। বার্সেলোনা ক্যাম্প ন্যুতে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে, আতালান্তা চেলসিকে আতিথ্য দেবে এবং হাইভোল্টেজ ম্যাচে ইন্টারের দুর্গ সান সিরোতে লড়বে লিভারপুল। সবগুলো ম্যাচই শুরু হবে রাত দুইটায়।
লা লিগায় অসাধারণ ছন্দে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার চিত্রটা ঠিক উল্টো। শেষ ম্যাচে চেলসির সাথে শোচনীয় হার, যেখানে ক্যাপ্টেন আরাউহো লাল কার্ড দেখে ম্যাচের ৪৪ মিনিটে মাঠ ছাড়েন। ১০ জনকে নিয়েও ৩-০ ব্যবধানে এলোমেলো ম্যাচ শেষ করে বার্সা।
রক্ষণভাগে ভুগতে থাকা বার্সা এ ম্যাচে আরাউহোকে পাচ্ছে না। ৫ ম্যাচে ২ জয় ২ হার নিয়ে টেবিলের ১৮তে হান্সি ফ্লিকের শিষ্যরা। ২৮-এ থাকা প্রতিপক্ষ ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আবারও ছন্দে ফিরতে চাইবে কাতালানরা। যদিও জার্মান ক্লাবটির সাথে ইয়ামালদের কোনো সুখের স্মৃতি নেই; ২০২২ এর শেষ দেখায় ৩-২ গোলের হারেই ম্যাচ শেষ করেছিলো তারা। তবুও নিজেদের মাঠে ফর্মহীন ফ্র্যাঙ্কফুর্টের সবটুকু সুযোগ নেবে কিউলারসরা।
অন্যদিকে, ইন্টারের দুর্গ সান সিরোতে লড়বে ধুঁকতে থাকা লিভারপুল। চলতি মৌসুমে সব স্রোতই বইছে অলরেডদের বিপরীতে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ তে অবস্থান স্লটের শিষ্যদের। দারুন ছন্দে থাকা ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে জয় পেয়েছে ৪ টিতেই। লিভারপুলের সাথে শেষ চার দেখায়ও ৩ জয় পেয়েছে তারা। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের ৪ এ লাওতারোরা। নিজেদের দুর্গে তাই লিভারপুলের বিপক্ষে ফেভারিট ইন্টার।
অন্য ম্যাচে চেলসিকে আতিথ্য দেবে আতালান্তা। শেষ ম্যাচে বার্সাকে উড়িয়ে ফুরফুরে মেজাজে মারেসকার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন জয় আছে দুদলেরই। আতালান্তার মাঠে তাই জমজমাট ম্যাচের অপেক্ষায় থাকবেন ভক্তরা।
ডিবিসি/কেএলডি