বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ- জামায়াতে ইসলামীর এক নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণই সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৫ই জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদের জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের আয়োজন পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
এসময়ে তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
ডিবিসি/কেএলডি