রাজনীতি

জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জামায়াতের

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার প্রয়োজনীয়তা জোরালোভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৮ই ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে বিষয়টি উত্থাপন করে জামায়াতের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

বৈঠকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে জামায়াত।


বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হতে গিয়ে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন বলে বৈঠকে জানান জামায়াত নেতারা। তারা প্রবাসী নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন