আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আগুন ধরে যায় ঘরবাড়িতে, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অওমোরি অঞ্চলের বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৮ই ডিসেম্বর) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন উপকূলে সুনামির সতর্কতা জারি করা হলেও, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে অওমোরি অঞ্চলে প্রায় ২,৭০০টি পরিবারের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন