জাপানের উত্তর-পূর্ব উপকূলে সোমবার রাতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পনের পরপরই দেশটির হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে প্রায় ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকাজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা বা জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। শুরুতে আবহাওয়া সংস্থা এর মাত্রা ৭ দশমিক ২ জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৬ বলে নিশ্চিত করা হয়।
কম্পন শুরু হওয়ার পর আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের সময় ঘরের আসবাবপত্র নড়ে ওঠার ভিডিও শেয়ার করেছেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এফএইচআর