বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০৯:৩৫:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সারা দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। রিজার্ভ ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার ও লঞ্চে করে নেতাকর্মীরা সমাবেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।

সমাবেশ ঘিরে উৎফুল্ল নেতাকর্মীরা। বলছেন, সাত দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ। প্রত্যাশা সমাবেশকে থেকেই দেশ সংস্কার ও নির্বাচনের দিকনির্দেশনা আসবে।

 

শনিবার রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি সারা দেশেই। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিতে ঢাকায় আসছেন।

 

দেশের সর্ব উত্তরের জেলায় পঞ্চগড় থেকে ২ হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন। ৬টি বাস ভাড়া করা হলেও অধিকাংশ নেতাকর্মী ট্রেন ও নিজস্ব ব্যবস্থাপনায় যাবেন বলে জানা গেছে।  

 

সমাবেশে বগুড়া থেকে দলটির ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন। ২৬১টি বাস এবং ২০টি মাইক্রোবাসে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সাত দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ।  

 

এদিকে জোর প্রস্তুতি চালাচ্ছে পাবনার নেতাকর্মীরা। সমাবেশে পাবনা জেলা থেকে ১২ হাজার নেতাকর্মী যোগ দিতে নিয়েছে নানা প্রস্তুতি। জেলা থেকে প্রস্তুত রাখা হয়েছে ২০০টি বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যান। নেতাকর্মীদের প্রত্যাশা এই সমাবেশ থেকেই দেশ সংস্কার ও নির্বাচনের দিকনির্দেশনা আসবে।

 

সিরাজগঞ্জ থেকে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। ভাড়া করা হয়েছে ১টি ট্রেন, ২২৫টি বাস ও ৮টি মাইক্রোবাস ও ১টি ট্রাক।  

 

ঝালকাঠি থেকে লঞ্চে করে রাজধানীর সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা গিয়ে লঞ্চঘাটে জড়ো হচ্ছেন। সমাবেশে জেলার অন্তত ৫ হাজার কর্মী যাবেন লঞ্চে। এছাড়াও বিচ্ছিন্নভাবে বেশ কিছু নেতা-কর্মী রওনা দিয়ে সমাবেশে যোগ দেবেন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন