বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

জুলাই অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন বৃথা না যায়: মির্জা ফখরুল

ডেস্ব নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন কোনোভাবেই বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ এবং তার সহধর্মিনীর লেখা চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ও মর্ম নষ্ট করা যাবে না। 

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে ড. মাহবুব উল্লাহ তার লেখনীর মাধ্যমে অসামান্য ভূমিকা রেখেছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে বুদ্ধিবৃত্তিক চর্চা ও সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন