বাংলাদেশ, রাজনীতি

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে কাল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে জামায়াতসহ ৮ দল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ ০৯:৫০:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'জুলাই সনদের' আইনি স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায়, আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮টি ইসলামি দল।

আগামীকাল বুধবার (১২ই নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে এই আলোচনায় বসতে চান আট দলের শীর্ষ নেতারা।

 

মঙ্গলবার (১১ই নভেম্বর) যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এক সমাবেশ পালন করে। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বৈঠক থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে আসন্ন আলোচনায় ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যাপারে’ যদি ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসে, তবে আট দলের নেতারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

 

আট দলের জোটের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

 

বৈঠকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাগপা'র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, ইকবাল হোসেন, নিজামুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন