বিবিধ, ডেঙ্গু

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় ভর্তি ৪২১

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা চারশ'র কোটা অতিক্রম করে ৪০১-এ পৌঁছাল।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে চিকিৎসা শেষে ৫২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৭৬০ জন।

 

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৮ হাজার ৭০৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০১ জনের।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন