বাংলাদেশ, জেলার সংবাদ

ঢাকায় খুন হওয়া মা ও মেয়ের মরদেহ নাটোরে, দুপুরে দাফন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মোহাম্মদপুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা মালাইলা আফরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ভোরে মরদেহবাহী গাড়িটি নাটোর শহরের বড়গাছা এলাকায় পৌঁছায়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

 

নিহত মালাইলা আফরোজ বড়গাছা এলাকার এ জেড এম আজিজুল ইসলামের স্ত্রী এবং নাফিসা তার মেয়ে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন