দুর্নীতিবাজদের বর্জন করে সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই দেশে দুর্নীতি কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবদুল মোমেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান যেন তারা দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এই মন্তব্য করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা'। অনুষ্ঠানে ডক্টর মোমেন উল্লেখ করেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে গেঁথে গেছে যে তা নিরসন করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ডিবিসি/কেএলডি