বাংলাদেশ, রাজনীতি

দেশের সব মহান অর্জন বিএনপির হাতেই: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০৯:৩৯:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন পর্যন্ত যা কিছু মহান অর্জন, তার সবই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

বিএনপি মহাসচিব বলেন, আপনারা গর্ব করতে পারেন—এদেশে যা কিছু মহান অর্জন হয়েছে, তা হয়েছে বিএনপির হাতে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান।" 

 

তিনি আরও বলেন, একদলীয় শাসনব্যবস্থা—বাকশাল থেকে দেশকে মুক্ত করে প্রথম যে রাজনৈতিক সংস্কার ও বহুদলীয় গণতন্ত্র চালু করা হলো, তা করেছেন জিয়াউর রহমান। তিনিই সংবাদপত্রগুলোকে স্বাধীনতা দিয়েছেন, যা শেখ মুজিবুর রহমান ৪টি বাদে সব বন্ধ করে দিয়েছিলেন।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন- আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা নতুন করে স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়ন করি নতুন করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য। তিনি বাংলাদেশের ফাঁপা অর্থনীতিকে কীভাবে টেনে তোলা যায়, তা নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন।

 

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আমার খুব দুঃখ হয় যখন দেখি আহতরা বলে আমরা সাহায্য-সহায়তা পাইনি। এই সরকার কেন পারল না এখনো সহায়তা দিতে? ছাত্রদলের ১৪২ জন শহীদের কেউ গেজেটেড হয়নি। তাহলে কার নাম গেজেটেড হচ্ছে?

 

তিনি আরও উল্লেখ করেন, ২০ হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর ধরে কারারুদ্ধ রাখা হয়েছে।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি ইজ ডেভেলপমেন্ট—এটা মনে রাখবেন। আমরাই করেছি, আমরাই করব। তাই আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। উত্তেজিত হবো না, প্ররোচিত হবো না। নির্বাচন নিশ্চয়ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

 

স্মরণসভায় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, গত ১৭ বছরের আন্দোলনে এককভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৭৬ জন শহীদ হয়েছেন, যার মধ্যে জুলাইয়ের গণঅভ্যুত্থানেই রয়েছেন ১৪২ জন।

 

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত বছরের ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশ ও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ছাত্রদল অংশ নেয়।

 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গিয়ে জানতে পারি, নির্দলীয় সরকারের উপদেষ্টাদের আসার কথা থাকলেও তারা সময় পাননি এবং বিরোধী ব্যানারের নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি, যা অত্যন্ত লজ্জাজনক।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন