বাংলাদেশ, রাজনীতি

দেশে দুর্নীতির লাগাম টানার সক্ষমতা আছে একমাত্র বিএনপির: তারেক রহমান

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫ ০৯:০৬:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৭ই ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির সাতদিনব্যাপী 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

 

তারেক রহমান আরও বলেন, আগামী নির্বাচনে সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। দেশের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান অরাজকতা ও ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর তিনি জোর দেন।

 

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজিত করার চেষ্টা করছে। তিনি নির্বাচনকে ঘিরে অনলাইনে চলমান অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বর্তমানে অনলাইনে অপপ্রচার চলছে এবং এই সাইবার যুদ্ধে হেরে গেলে বিএনপি পরাজিত হবে। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন