বাংলাদেশ, রাজধানী

ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও মিছিলের চেষ্টা, আটক ২

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ ০৯:৩৩:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

 

তিনি বলেন, ‘ধানমন্ডি ১১/এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’

 

তিনি আরও জানান, ‘এছাড়া ধানমন্ডি ২৭ এ মিছিলের চেষ্টা কালে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন