নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর বিলে ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে তা কোনো কাজেই আসছে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে চলতি বছরের জানুয়ারিতে ২৪ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু সেতু নির্মাণের পর সংযোগ সড়ক তৈরি না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে।
বিলের মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা এই অকেজো সেতুর কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শংকরপুর, পলাশবাড়ী, জয়পুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষ। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং প্রবীণদের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, খামখেয়ালিভাবে শুধু সেতু নির্মাণ করে সংযোগ সড়ক না দেওয়ায় সরকারি অর্থের অপচয় হয়েছে।
এলজিইডি মান্দার প্রকৌশলী আবু সায়েদ জানিয়েছেন, সংযোগ সড়কের কাজ সম্পন্ন করার অনুমোদন পাওয়া গেছে এবং দ্রুতই কাজ শুরু হবে। তবে কবে নাগাদ এই সড়ক দৃশ্যমান হবে এবং জনদুর্ভোগ কমবে, সেটাই এখন এলাকাবাসীর দেখার বিষয়।
ডিবিসি/এএমটি