বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁয় সারের কৃত্রিম সংকট, সিন্ডিকেটের কবলে কৃষক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁয় রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট।

রবি মৌসুমের শুরুতে যখন সারের চাহিদা তুঙ্গে, তখন স্থানীয় ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সারের বস্তাপ্রতি সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছেন। কৃষকদের অভিযোগ, এই চক্রের পুরো নিয়ন্ত্রণ ডিলারদের হাতে, যার ফলে আলু, সরিষা ও গমের মতো শীতকালীন ফসল উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

 

বাড়তি দামে সার কিনতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন সাধারণ কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কৃষকরা বলছেন, কৃষি বাঁচাতে হলে দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন