নভেম্বর মাসে দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। অক্টোবরের তুলনায় শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে নভেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক দুই নয় শতাংশে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য চার শতাংশ।
পরিসংখ্যান বলছে, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক তিন ছয় শতাংশ হয়েছে। তবে সামান্য কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, যা দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য আট শতাংশে।
গ্রামাঞ্চলেও মূল্যস্ফীতির উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। নভেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক দুই ছয় শতাংশ। বিশেষ করে গ্রামের খাদ্যপণ্যের দাম বেড়েছে, যেখানে অক্টোবরের ৬ দশমিক নয় চার শতাংশ থেকে বেড়ে নভেম্বরে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক দুই সাত শতাংশে। এছাড়া গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক দুই চার শতাংশ।
অন্যদিকে, শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক তিন নয় শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ছয় এক শতাংশ এবং সামান্য কমে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক নয় এক শতাংশে।
ডিবিসি/আরএসএল