বাংলাদেশ, অর্থনীতি

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নভেম্বর মাসে দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। অক্টোবরের তুলনায় শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে নভেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক দুই নয় শতাংশে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য চার শতাংশ।

পরিসংখ্যান বলছে, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক তিন ছয় শতাংশ হয়েছে। তবে সামান্য কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, যা দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য আট শতাংশে।


গ্রামাঞ্চলেও মূল্যস্ফীতির উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। নভেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক দুই ছয় শতাংশ। বিশেষ করে গ্রামের খাদ্যপণ্যের দাম বেড়েছে, যেখানে অক্টোবরের ৬ দশমিক নয় চার শতাংশ থেকে বেড়ে নভেম্বরে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক দুই সাত শতাংশে। এছাড়া গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক দুই চার শতাংশ।
 

অন্যদিকে, শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক তিন নয় শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ছয় এক শতাংশ এবং সামান্য কমে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক নয় এক শতাংশে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন