বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রন্তুষ সরকার (৪০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) সন্ধ্যার দিকেঘটনাটি ঘটে । নিহত প্রন্তুষ সরকার বাঁশগাড়ি এলাকার সাধন সরকারের ছেলে এবং পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রন্তুষ সরকার প্রতিদিনের মতোই বাঁশগাড়ি বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তি টাকার লেনদেন সংক্রান্ত কাজের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে বাড়ির অদূরে স্থানীয় দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায় এবং সেখানে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

নরসিংদী সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। নিহতের স্বজনরা দাবি করেছেন তাকে গুলি করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

 

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায়পুরার বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন