বাংলাদেশ, জেলার সংবাদ

নিখোঁজের ২ দিন পর মাদারীপুর থেকে উদ্ধার বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১২ই নভেম্বর ২০২৫ ১২:৩৬:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিখোঁজ হওয়ার দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ই নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। এর আগে, তার নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকার ডিএমপির মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে। তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। আমি বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছি এবং নিজে এখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব এবং তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসব।

 

নাইম রহমান তার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় বসবাস করেন। গত রবিবার (৯ই নভেম্বর) সকালে তিনি মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখার অফিসে যাওয়ার পর থেকে নিখোঁজ হন।

 

এ ঘটনায় নাইমের বাবা সাজ্জাদ রহমান জলি সোমবার (১০ই নভেম্বর) মিরপুর মডেল থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রবিবার সকাল আনুমানিক ১০টায় আমার ছেলে আমাদের উত্তর পীরেরবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরত আসেন নাই।

 

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাইম রহমান রবিবার অফিসে এসেছিলেন। তবে দুপুর ১২টার পর তিনি তার ব্যবহৃত ব্যাগ এবং প্রাতিষ্ঠানিক আইডি কার্ড অফিসেই রেখে বের হয়ে যান। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না। নিখোঁজ হওয়ার আগে, দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন