জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। তার মতে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া সেই প্রতারণারই অংশ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো নৈতিক বা আইনগত অধিকার নেই।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এনসিপির জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তাদের হয়ে কাজ করেছে এবং অবৈধ নির্বাচনের এমপি-মন্ত্রী হয়ে সুবিধা ভোগ করেছে, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের দোসর। এদের বিচারের আওতায় আনা উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পার্টি এখনো আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় এবং আওয়ামী লীগের লোকদের নিজেদের দলের মনোনয়ন দেয়ার কথা বলছে। এনসিপি কোনোভাবেই এসব সমর্থন করবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস বলেন, অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গেলেও তিনি কেন বাধা অনুভব করছেন তা জানা নেই। তবে রাজনৈতিক দল হিসেবে এনসিপি মনে করে, বাংলাদেশে তার জন্য এখন কোনো সমস্যার সুযোগ নেই এবং তিনি নিজ দেশে নিরাপদ বোধ করবেন। সারজিস আলম আগামী নির্বাচনে সব দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে সুস্থ প্রতিযোগিতার আহ্বান জানান।
প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের কিছু সদস্য এখনো টাকার বিনিময়ে নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করা বা অপরাধীদের ছেড়ে দেয়ার মতো অনিয়মে জড়িত। নির্বাচনের আগে ওসি, ইউএনও ও ডিসিদের রদবদল করা হলেও নতুন অনেকের অতীত রেকর্ড ভালো নয় বলে তিনি মন্তব্য করেন। প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে বা কোনো দলের হয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দেন তিনি।
ডিবিসি/পিআরএএন