ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ। রবিবার (৭ই ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে কারণ দর্শানো নোটিশ বা শোকজের জবাব জমা দেন।
চিঠিতে তিনি নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
ডা. ধনদেব চন্দ্র বর্মণ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তার সঙ্গে তর্কে জড়ানোটা ঠিক হয়নি। বিষয়টি অনুধাবন করতে পেরে তিনি শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
এর আগে শনিবার (৬ই ডিসেম্বর) একটি সেমিনারে যোগ দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের ভেতর একটি টেবিল রাখা নিয়ে প্রশ্ন তোলেন ডিজি। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এ ঘটনার জেরে ডা. ধনদেবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। উল্লেখ্য, তিনি ২০২৩ সালের আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং চলতি বছরের জুলাই মাসে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
ডিবিসি/এফএইচআর