বাংলাদেশ, রাজনীতি

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল এবং ইউএসএইডের বাংলাদেশ অফিসের রাজনীতি প্রক্রিয়াবিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ‘নতুন বাংলাদেশ’ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচন পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

 

বৈঠক শেষে বাংলাদেশে সাম্প্রতিক গণতান্ত্রিক পট-পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন ডাচ রাষ্ট্রদূত এবং দলের জন্য শুভকামনা ব্যক্ত করেন তিনি।

 

এর আগে এনসিপি কার্যালয়ে অতিথিদের স্বাগত জানান দলের যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

 

উল্লেখ্য, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এর আগে গত ২৩ নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সেই সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য ও আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন