বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৫ ডিগ্রি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাদেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৩ ডিগ্রিতে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ, যার ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

 

শীতের এই তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও খেটে-খাওয়া মানুষ। বিশেষ করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। 

 

চিকিৎসকরা এই আবহাওয়ায় শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। স্থানীয় বাজারগুলোতেও গরম কাপড়ের চাহিদা বেড়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন