বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন জব্দের পর ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা, একজনের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ ১০:০৬:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ই নভেম্বর) বিকেলে বোদা বাজারে এই ঘটনা ঘটে। এসময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপজেলা ভূমি অফিসের পেশকার আল আমিনকে লাঞ্ছিত করা হয়।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাসান আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত হাসান বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মীরপাড়া এলাকার বাসিন্দা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বোদা বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। অভিযানে আইয়ূব মসলা ঘর থেকে ১৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে মালিক মো. সাব্বির হোসেনকে (২৯) দুই হাজার ৫০০ টাকা এবং আকাশ মসলা স্টোর থেকে ৭৮ কেজি ৯৫০ গ্রাম পলিথিন জব্দ করে মালিক মেহেদী হাসানকে (২৬) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে মোট ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে জব্দকৃত পলিথিন নিয়ে ফেরার পথে উত্তেজিত জনতা ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে 'ভূয়া ভূয়া' স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা পেশকার আল আমিনকে লাঞ্ছিত করে। এসময় কিছু পলিথিন স্থানীয় জনতা লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে বোদা সেনাক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এদিকে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের আসামী করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, ‘আমরা অভিযানে গিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করি ও দুইজনকে জরিমানা করি। পরে ফেরার পথে কিছু উত্তেজিত জনতা অকারণে আমাদের ঘিরে ধরে কিছু পলিথিন নিয়ে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। একজনকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা পলিথিন জব্দ করে অভিযান শেষে ফেরার পথে কিছু লোক পলিথিন নিয়ে পালানো শুরু করে। পরে আমি এগিয়ে গেলে তারা হাসান নামে একজনের নেতৃত্বে সরকারি কাজে বাঁধাদান করে ও বিশৃঙ্খলা শুরু করে। পরে তাকে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।’

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন