পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের হামলায় অন্তত ছয়জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
হামলাটি ঘটেছে কুররাম জেলার সাবেক উপজাতীয় এলাকায়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যবর্তী কোনো এক সময়ে জঙ্গিরা এই অতর্কিত হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ডিবিসি/এমইউএ