পানিতে চুবিয়ে ৮ ছানা হত্যার শোকে অসুস্থ মা কুকুরটিকে চিকিৎসা দেয়া হচ্ছে । চিকিৎসা দিচ্ছেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা।
গত রবিবার (৩০শে নভেম্বর) পাবনার ঈশ্বরদীতে আটটি জীবিত কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে হত্যার করেছিল উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী।
রবিবার রাতের কোনো এক সময় কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়। সোমবার (১লা ডিসেম্বর) সকালে তাদের মরদেহ পাওয়া যায়৷
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মাটিতে পড়ে আছে ৮টি কুকুর ছানার নিথর দেহ। অসহায় হয়ে দাঁড়িয়ে আছে মা কুকুর।
সন্তান হারা এই মা এখন বুকে দুধ নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বাচ্চারা নেই। অবশ্য সবার অজস্র ভালোবাসা সে পাচ্ছে। প্রাণিসম্পদ কর্মকর্তার সম্পূর্ণ সেবা পাচ্ছে মা কুকুরটি।
ডিবিসি/এএমটি