পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক আরোপের কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি এই হুশিয়ারি দেন।
ট্রাম্প উল্লেখ করেন, ৩১শে ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রের ২ লাখ ঘনফুট পানি প্রয়োজন। মেক্সিকো কিছু পানি সরবরাহ করলেও বাকি পানির বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য এই পানি অত্যন্ত জরুরি এবং মেক্সিকো তাদের প্রতি অন্যায় আচরণ করছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে শুল্ক আরোপের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ডিবিসি/কেএলডি