রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। তবে রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকায় আসছেন দলটির নেতাকর্মীরা।
আজ শনিবার (১৯শে জুলাই) দুপুর ২টা থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকে দলে দলে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা। সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্রের অপেক্ষায়। সমাবেশ ঘিরে ইতিমধ্যে প্রস্তুত মাঠ। টানানো হয়েছে ব্যানার–ফেস্টুন, চেয়ার, টয়লেট, জায়ান্ট স্ক্রিন।
দলটির আশা জাতীয় সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে। প্রত্যাশা, সমাবেশ থেকেই আসবে দেশ সংস্কার ও নির্বাচনের দিকনির্দেশনা। সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরবে জামায়াত।
জামায়াতের অন্যান্য দাবিগুলো হলো ২০২৪ সালের ৫ই আগস্টসহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। আর এ সমাবেশকে কেন্দ্র করেই 'ইতিহাস রচনার' প্রত্যয় ঘোষণা করেছে জামায়াত।
ডিবিসি/ এইচএপি