বাংলাদেশ, জেলার সংবাদ

পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন রানীকে পালানোর ১২ ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১লা ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।

আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তারের জন্য পুলিশ সোমবার দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি সৃষ্টি হয়। সেই সুযোগে রানী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।

 

তবে পালানোর মাত্র ১২ ঘণ্টা পর গভীর রাতে পুনরায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় বাকেরগঞ্জ থানা পুলিশ। আটককৃত রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় শাহনাজ পারভীন রানীর বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা দায়ের হয়। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি তৃতীয় জজ আদালত ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশও দেওয়া হয়।

 

রায় ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে দুপুরে সেখানে অভিযান চালিয়েছিল।

 

বরিশাল বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন, আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। দুপুরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে আবারো অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন