বাংলাদেশ, জেলার সংবাদ

পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুরে নিহত ৫

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের তিনটি ভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক ও দুই ভাইসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে ঢাকা-মৌলভীবাজার সড়কে ট্রাকচাপায় রাজু কর নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি বাহুবল সানশাইন মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। 

 

পুলিশ জানায়, সকালে হাঁটতে বের হলে শ্রীমঙ্গলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে বরিশাল-ফরিদপুর মহাসড়কে বাসচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালীর দুই ভাই সুমন মন্ডল ও রিমন মন্ডল এবং তাদের প্রতিবেশী আশিক মোল্লা। 

 

পুলিশ জানায়, ঢাকা থেকে আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তারা ফিরছিলেন। বাসচাপায় ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আশিক মোল্লার মৃত্যু হয়। এছাড়া, টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা লেগে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন