প্লাস্টিকের কণা মাছসহ অজস্র সামুদ্রিক প্রাণীর পেটে ঢুকে খাদ্যশৃঙ্খলে মিশে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বুধবার (৭ই মে) সকালে চট্টগ্রামে একটি সেমিনারে বক্তারা জানান, সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 'সম্প্রদায়-ভিত্তিক প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ: চক্রাকার অর্থনীতি এবং পরিবেশবান্ধব পণ্যের বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক সেমিনারটি বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট।
সেমিনারে বক্তারা জানান, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে প্রতিনিয়ত মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহার হচ্ছে এবং তা ফেলা হচ্ছে যত্রতত্র। যা নদী-নালা হয়ে সাগরে গিয়ে মিশছে। হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। প্লাস্টিকের কণা মাছ, ডলফিনসহ অজস্র সামুদ্রিক প্রাণীর পেটে ঢুকছে। খাদ্যশৃঙ্খলে মিশে গিয়ে সেই মাছ আবার মানুষের খাবারের টেবিলে ফিরছে। এটা শুধু পরিবেশের ক্ষতি নয়, এটা নিজেদের ধ্বংসেরও সূচণা।
বক্তারা পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করার উপর গুরুত্ব দেন। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের উদ্ভাবন ও ব্যবহার উৎসাহিত করার ওপর জোর দেন তারা। তাদের মতে, এর ফলে প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।
ডিবিসি/ রাসেল