বাংলাদেশ

ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ ১০:৪৬:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে আবারও হলো বাড়ানো স্বর্ণের দাম। ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যেই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১১ই নভেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার প্রতি ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর বুধবার (১২ই নভেম্বর) থেকেই কার্যকর হবে।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস বিশেষভাবে উল্লেখ করেছে যে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করে মূল্য পরিশোধ করতে হবে। তবে, গহনার ডিজাইন এবং মানের ওপর নির্ভর করে এই মজুরির হারে তারতম্য হতে পারে।

 

এর মাত্র একদিন আগেই, গত ১০ই নভেম্বর (সোমবার), বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বাড়ানো হয়েছিল, যা মঙ্গলবার (১১ই নভেম্বর ) থেকে কার্যকর হয়। ওই সমন্বয়ের ফলে ২২ কারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় পৌঁছেছিল।

 

এই দফায় দাম বাড়ানোর ফলে চলতি বছর (২০২৫) এ পর্যন্ত মোট ৭৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫২ বার এবং কমানো হয়েছে মাত্র ২৩ বার। প্রসঙ্গত, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম হ্রাস পেয়েছিল।

 

এদিকে, স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

 

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম মোট ৩ বার সমন্বয় করা হয়েছিল।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন