আন্তর্জাতিক, ভারত

ফের ভারতের নদীতে ডুবল বাংলাদেশি কার্গো জাহাজ

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০৬:৫৭:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র পাঁচ মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের নদীতে আবারও একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল।

শুক্রবার (১৮ই জুলাই) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা এলাকায় মুড়িগঙ্গা নদীতে ‘এমভি সোহান মালতি’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটি ফ্লাই অ্যাশ (ছাই) নিয়ে বাংলাদেশ ফিরছিল।

 

পশ্চিমবঙ্গ পোর্ট ট্রাস্ট অথরিটি সূত্রে জানা গেছে, বজবজ পাওয়ার প্ল্যান্ট থেকে ছাই নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গা নদীতে থাকাকালীন হঠাৎ জাহাজটির তলদেশে ফাটল দেখা দেয় এবং পানি ঢুকতে শুরু করে। এর ফলে জাহাজটি একপাশে কাত হয়ে যায়। শুক্রবার সকালে জোয়ারের চাপে এটি প্রায় সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়।

 

জাহাজটিতে মোট আটজন নাবিক ছিলেন। পানি ঢোকার বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্থানীয় মৎস্যজীবী এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর নাবিকরা বর্তমানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন।

 

দুর্ঘটনার খবরটি জাহাজের বাংলাদেশি মালিকপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকৃত নাবিকদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পোর্ট ট্রাস্ট জানিয়েছে। যেহেতু মুড়িগঙ্গা একটি ব্যস্ত নৌপথ, তাই ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে মাত্র সাত দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন