আন্তর্জাতিক, এশিয়া

বন্ধুত্ব রক্ষায় মায়ের স্বর্ণের হার কেটে টুকরো টুকরো করে বন্ধুদের দিলো চীনা শিশু!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরের একটি পরিবার সম্প্রতি তাদের আট বছর বয়সী শিশুর এক কাণ্ডের জন্য স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশুটির কাজ বিস্ময়কর হলেও এর ফলস্বরূপ মা-বাবার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। সে তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব পাকা করার জন্য মায়ের সোনার গলার হারটি টুকরো টুকরো করে কেটে সহপাঠীদের উপহার হিসেবে বিতরণ করেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শিশুটির মা মা সান মেয়ের কাছে শুনতে পান, এক সহপাঠী নাকি তার ভাইয়ের কাছ থেকে ‘সোনার টুকরা’ উপহার পেয়েছে। এতে অবাক হয়ে মা যখন তার আট বছর বয়সী ছেলেকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন সে খুব সহজভাবে উত্তর দেয়, ‘হ্যাঁ, সোনার টুকরাগুলো আমিই তাদের দিয়েছি! তোমার হার ভেঙে তাদের উপহার দিয়েছি।’ এই কথা শুনে মা যেন হতবাক হয়ে যান।

 

পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুরো বিষয়টি পরিষ্কার হয়। ফুটেজে দেখা যায়, শিশুটি এক হাতে প্লাস (চিমটা) এবং অন্য হাতে লাইটার নিয়ে মায়ের সোনার হারটি কাটার চেষ্টা করছে। কাটতে না পেরে শেষে সে দাঁত ব্যবহার করে কামড়ে হারটি ছোট ছোট টুকরোগুলিতে পরিণত করে।

 

মা ছেলেকে জিজ্ঞাসা করেন যে, সে কাকে কতটুকু সোনার টুকরা দিয়েছে, কিন্তু শিশুটি তা সঠিকভাবে মনে করতে পারেনি। সে হারের সব অংশ স্কুলে নিয়ে যায়নি, তবে অবশিষ্ট টুকরোগুলি বাড়িতে কোথায় রেখেছে, তাও ভুলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর মা-বাবা কেবল একটি ছোট টুকরা খুঁজে পান।

 

সান জানান, আট গ্রাম ওজনের এই সোনার হারটি ছিল তার বিয়ের স্মৃতিচিহ্ন। বর্তমানে চীনে প্রতি গ্রাম সোনার দাম প্রায় ১ হাজার ২০০ ইউয়ান। সেই হিসাবে, হারটির মোট মূল্য ছিল ৯ হাজার ৬০০ ইউয়ান। যা বাংলাদেশি মুদ্রায় (এক ইউয়ান = ১৭ টাকা ৩ পয়সা হিসাবে) প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকার সমান।
 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন