বাংলাদেশ, রাজধানী

বর্তমানে বহুমুখী চাপে রয়েছে দেশের গণমাধ্যম: টিআইবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণমাধ্যমের ওপর একমুখী চাপ কমলেও বর্তমানে তা বহুমুখী চাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ধানমন্ডি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে এক গবেষণা প্রবন্ধ প্রকাশকালে সংস্থাটি জানায়, গত ৫ই

আগস্টের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩ জন সাংবাদিক হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন এবং ৬ জন প্রাণ হারিয়েছেন।

 

টিআইবি উল্লেখ করে, শেখ হাসিনা সরকারের পতনের পর ২৯টি গণমাধ্যমে শীর্ষ পদে পরিবর্তন এলেও স্বচ্ছতার অভাব ছিল। সাংবাদিক নিয়োগ, লাইসেন্স প্রদান এবং রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি আগের মতোই রয়ে গেছে। জরিপ অনুযায়ী, মাত্র ১৭.২৯ শতাংশ মানুষ মনে করেন দেশের সংবাদমাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। 

 

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে টিআইবি ১২ দফা সুপারিশ পেশ করেছে। বক্তারা মন্তব্য করেন, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের আনুগত্যের পরিবর্তন ঘটলেও গণমাধ্যম এখনও কার্যকর প্রেসার গ্রুপ হিসেবে দাঁড়াতে পারেনি।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন