বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (১৮ই জুলাই) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ 'দুর্গম' বিদেশি ট্রলারটিকে আটক করে।
নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত ট্রলারটি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ করছিল। এ সময় ট্রলারটিতে থাকা ৬ জন শ্রীলঙ্কান জেলেকেও আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে বলে জানিয়েছে।
ডিবিসি/কেএলডি