বাংলাদেশ, জেলার সংবাদ

বিএনপি বিশ্বাসঘাতকতার রাজনীতি করে না: ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০৭:২৫:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "বিএনপি কখনো বিশ্বাসঘাতকতার রাজনীতি করেনি।" বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফরহাদ হোসেন আজাদ বলেন, "স্বাধীনতা যুদ্ধে আপনারা কি করেছেন, আপনাদের দল কি করেছে ভেবে দেখেন। বিএনপি কখনো লুঙ্গির তলে গুপ্ত রাজনীতি করেনি। শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বীর উত্তম খেতাব লাভ করেছেন।"

 

তিনি আরও বলেন, "আজকে জামায়াত নিজেই বলেছে তারেক রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। তখন মিডফোর্টের পাথর দিয়ে মাথা থেতলে হত্যাকাণ্ডের ঘটনায় তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেয়া হচ্ছে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আগামীতে যদি কেউ তারেক রহমানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ শ্লোগান দেন, তাহলে এর দাঁতভাঙা জবাব দিতে বিএনপিকে লাগবে না, ছাত্রদল ও যুবদলই যথেষ্ট।"


সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা, উপজেলা ও পৌর শাখার যুবদল নেতারা।

এর আগে, জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে কর্মসূচিতে যোগ দেন।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন