আন্তর্জাতিক, এশিয়া

বিগ টিকিটে প্রায় ৮৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি কাঠমিস্ত্রি মহিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ০১:২১:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে অংশ নিয়ে ভাগ্য বদল হলো মোহাম্মদ মহিন নামের এক প্রবাসী বাংলাদেশির। আবুধাবি গ্র্যান্ড প্রিক্স চলাকালীন ‘বিগ টিকেট’ এর বিশেষ গেমে তিনি জিতে নিয়েছেন ২ লাখ ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ টাকার সমান।

পেশায় কাঠমিস্ত্রি ৩০ বছর বয়সী মহিন আমিরাতের আজমানে বসবাস করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিগ টিকেটে এটিই ছিল তার প্রথম অংশগ্রহণ। আর প্রথমবারেই বাজিমাত করলেন তিনি।

 

ইয়াস মেরিনা সার্কিটে বিগ টিকেটের একটি ইভেন্টে এই লটারি অনুষ্ঠিত হয়। সেখানে মহিন ও অন্যান্য প্রতিযোগীদের রেসে অংশগ্রহণকারী একজন চালকের নাম বেছে নিতে বলা হয়। মহিন দৈবচয়ন ভিত্তিতে ‘রেসিং বুলস’ এর চালক লিয়াম লসনের নাম বেছে নেন। রেসে লসন ১৮তম স্থানে ফিনিশ করেন, যা ছিল পুরস্কার জয়ের জন্য নির্ধারিত ৫টি অবস্থানের একটি। ফলে মহিন ২,৫০,০০০ দিরহাম পুরস্কার জিতে নেন।

 

বিজয়ের পর উচ্ছ্বসিত মহিন বলেন, "আমি জয়ের আশা করিনি। গত ১০ বছর ধরে আমি গ্র্যান্ড প্রিক্স অনুসরণ করছি। তবে বিগ টিকেট কেনার এটাই আমার প্রথম অভিজ্ঞতা এবং প্রথম প্রচেষ্টাতেই আমি জিতেছি।" যে চালকের ওপর বাজি ধরে জিতেছেন, সেই লিয়াম লসনকে চেনেন কিনা জানতে চাইলে তিনি হেসে জানান, তিনি তাকে চেনেন না, কেবল আন্দাজে তার নাম বেছে নিয়েছিলেন।

 

মহিন জানান, পুরস্কারের এই অর্থ তিনি ৭২ জন সদস্যের একটি দলের সাথে ভাগ করে নেবেন, যাদের মধ্যে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। তাদের অধিকাংশই প্রথমবারের মতো এই লটারিতে অংশ নিয়েছিলেন। ইয়াস মেরিনা সার্কিটে বসে রেস দেখা এবং এই জয়ের অভিজ্ঞতাকে স্বপ্নের মতো মনে করছেন এই প্রবাসী বাংলাদেশি।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন