জাতীয়

বিদেশে শ্রমিকরা প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে কম বেতনে চাকরি করে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫ ১০:৫৪:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা ভাষার অজ্ঞতা, সঠিক প্রশিক্ষণ ও যথাযথ শিক্ষার অভাবে তুলনামূলক কম বেতনে চাকরি করে।

রবিবার (৭ই ডিসেম্বর) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেশি টাকা দিয়ে বিদেশে গিয়ে কমমূল্যে এসব শ্রমিকরা তাদের শ্রম দিয়ে থাকে।

 

প্রবাসীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি দেখেছি কাতারে একটা এয়ারপোর্টে দু’জন ব্যক্তি কাজ করছেন— একজন বাংলাদেশি, আরেকজন ভারতীয়। তারা উভয়ে একই কাজ করলেও বাংলাদেশের মানুষটির বেতন ভারতীয় ব্যক্তির বেতনের তুলনায় কম। কারণ, অন্যান্য দেশের কর্মীদের বেতন বাংলাদেশিদের তুলনায় তিনগুণ। কারণ, তারা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে।

 

প্রবাসীদের দুরাবস্থার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নেপাল থেকে মালেশিয়াতে একজন কর্মী যায় ১ লাখ ২৫ হাজার টাকায়; আমাদের এখান থেকে যায় তিন লাখ ৭৫ হাজার টাকায়। একই কাজের জন্য একই বেতনে।

 

তিনি বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, এসব কারণে প্রবাসীদের উল্লেখযোগ্য একটা অংশ শুধু বেইস লেভেলের কাজে থেকে কর্মসংস্থানে নিয়োজিত থাকে। দেশে আমাদের যে ম্যানপাওয়ার এজেন্ট আছে, তাদের প্রতারণার শিকার হয় এসব মেহনতি মানুষ। এই মানুষগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারিনি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন