বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে নতুন নামে মাঠে নামছে সিলেট ফ্র্যাঞ্চাইজি- সিলেট টাইটান্স। দীর্ঘ ১১ বছরের উত্থান-পতনের পর এখনো অধরা রয়ে গেছে ট্রফি, আর এবার সেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন দলের নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ শুধু ভালো ব্যাটিং-বোলিংই নয়, দেশসেরা কোচসহ দলের বর্তমান কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট। এই টাইগার অলরাউন্ডারের প্রধান লক্ষ্যই হলো সিলেটবাসীকে প্রথম ট্রফি উপহার দেওয়া।
এর আগে, ২০২৩ সালে মাশরাফি বিন মোর্ত্তোজার নেতৃত্বে বিপিএলে ফাইনালে খেললেও কুমিল্লার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সিলেটের। তবে বারোতম আসরে দলে আমূল পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মিরাজ সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছেন এবং তার লক্ষ্য সম্পর্কে বলেন, "সিলেটকে ট্রফি উপহার দিতে চাই।" মিরাজ এবং নাসুম আহমেদ সরাসরি চুক্তিতে দলে এসেছেন।
বিদেশিদের মধ্যে একই পথে হেঁটেছেন সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির। নিলাম থেকে দেশি খেলোয়াড়দের মধ্যে পারভেজ হোসেন ইমন, রনি তালুকদার, মুমিনুল হক, ইবাদত হোসেন এবং বিদেশিদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ একঝাঁক অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স।
সিলেটের হয়ে ট্রফি জয়ের স্বপ্নে বিভোর মিরাজ এই যাত্রায় হেড কোচ হিসেবে পেয়েছেন সোহেল ইসলামকে, যাকে তিনি দলের জন্য একটি বড় অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন। রয়্যালস, সিক্সার্স, থান্ডার কিংবা স্ট্রাইকার্স- ১১ আসরে মোট ৭ বার নাম পরিবর্তন করার পর এবার সিলেট টাইটান্স নামে থিতু হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত সাফল্য পেতে মিরাজদেরকে মাঠে নিজেদের সেরাটা প্রমাণ করতে হবে।
ডিবিসি/আরএসএল